এক নজরের 3নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ
মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী যোগ্যাছোলা বাজার এর প্রাণ কেন্দ্র সেমি পাকা টিন সেঠের তৈরি( অস্থায়ী কার্যালয়ে) 2008 সালে স্থাপিত হয়। পরিষদের নির্ধারিত স্থানে ভবন তৈরির কাজটি বর্তমানে প্রক্রিয়াধীন। তাই অস্থায়ী কায্যালয়ে বতমানে সকল কাযক্রম পরিচালনা হয়।
অন্যান্য প্রতিষ্ঠান-
1। ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র
2। হামারী পুসম (গর্ভবতী মাতৃ সেবা কেন্দ্র)
3।গ্রামীন ব্যাংক শাখা অফিস
4। ব্র্যাক মাইক্রোফিনান্স অফিস
ইতিহাস ঐতিহ্য:
1। ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে রয়েছে গাড়ীটানা ত্রিপুরা পাড়ায় 1.5 একর জায়গা বুকে জড়িয়ে আছে বিশাল বট বৃক্ষ।
2। বাংলাদেশের খনিজ সম্পদের প্রাকৃতিক গ্যাস খনি সেমুতাং ইউনিয়নের নিকট অবস্থিত।
3। ইউনিয়নে পরিষদকে ঘেষে তিন পার্শ্চ দিয়ে বয়ে চলছে হালদা নদী।
ভৌগলিক ও অর্থনীতি
বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ি প্রবেশ দ্বারে 3নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ অবস্থিত। এর ভৌগলিক অবস্থান খাগড়াছড়ি জেলার পশ্চিম দক্ষিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এবং ভূজপুর ধানার সীমান্তবর্তী হালদা খালের কুল জুড়ে এর বৃস্তিতি। রামগর নাকফা নদী এবং পূর্বে মানিকছড়ি উপজেলার 1নং ইউনিয়ন সংল্গন চেংগা খালের বুক বেয়ে এই ইউনিয়ন এর ভৌগলিক অবস্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস